গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র
দর্শনা, চুয়াডাঙ্গা।
ক্র. নং |
সেবার নাম
|
সেবা প্রদানের পদ্ধতি
|
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান
|
সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি
|
সেবা প্রদানের সময় সীমা
|
দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী, ফোন নম্বর ও ই- মেইল |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১
|
উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্যের উদ্ভিদ স্বাস্থ্য সনদ (পিসি)
|
১. নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তি ২. মূল্যায়ন ৩. স্বাস্থ্য সনদ পিসি) প্রদান
|
হালনাগাদকৃত নিম্নোক্ত ডকুমেন্টসঃ ১. নির্ধারিত ফরমে আবেদনপত্র ২. ফিস জমার ট্রেজারী চালানের মূলকপি। ই- চালান/ ekpay. ৩. এলসি/ কন্ট্রাক্ট, ইনভয়েস, প্যাকিং লিস্ট এর কপি। ৪. এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ৫. ভ্যাট সনদ ৬. টিআইএন সনদ ৭. ট্রেড লাইসেন্স www.pqw.dae.gov.bd
|
পণ্যের ধরণ অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত ফিস ট্রেজারী চালানের মাধ্যমে জমা প্রদান করা
|
১. রোগ- পোকামুক্ত পচনশীল পণ্য পরিদর্শনের ২৪ ঘন্টার মধ্যে এবং অপচনশীল পণ্য পরিদর্শনের ৩ (তিন) কর্মদিবসের মধ্যে। ২। রোগ- পোকাযুক্ত পণ্য উপযুক্ত শোধন প্রক্রিয়ার যৌক্তিক ন্যূনতম সময় পর। |
মোঃ রফিকুল ইসলাম অতিরিক্ত উপপরিচালক মোবাইলঃ০১৭০৩৬০৬৮৮৭। ইমেইলঃpqcdarshana@gmail.com |
২
|
উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্যের ছাড়পত্র
|
১. নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তি ২. মূল্যায়ন ৩. ছাড়পত্র প্রদান
|
হালনাগাদকৃত নিম্নোক্ত ডকুমেন্টসঃ ১. নির্ধারিত ফরম-এ আবেদন, ২. আমদানি অনুমতিপত্র, ৩. রপ্তানিকারক দেশের উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্যের স্বাস্থ্য সনদ, ৪. এলসি/ কন্ট্রাক্ট, ইনভয়েস, প্যাকিং লিস্ট এর কপি। ৫. ফিস জমার ট্রেজারী চালানের মূলকপি/ ই-চালান/ ekpay. ৬. বিল অব ল্যাডিং ইত্যাদি। উদ্ভিদ ওয়েবসাইটঃ
|
পণ্যের ধরণ অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত ফিস ট্রেজারী চালানের মাধ্যমে জমা প্রদান করা
|
১. রোগ- পোকামুক্ত পচনশীল পণ্য পরিদর্শনের ২৪ ঘন্টার মধ্যে এবং অপচনশীল পণ্য পরিদর্শনের ৩ (তিন) কর্মদিবসের মধ্যে।
২। রোগ- পোকাযুক্ত পণ্য উপযুক্ত শোধন প্রক্রিয়ার যৌক্তিক ন্যূনতম সময় পর। |
মোঃ রফিকুল ইসলাম অতিরিক্ত উপপরিচালক মোবাইলঃ০১৭০৩৬০৬৮৮৭। ইমেইলঃpqcdarshana@gmail.com |
৩
|
রপ্তানি ও আমদানিযোগ্য উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্যের সন্দেহজনক নমূনা অধিকতর পর্যবেক্ষণের নিমিত্ত ল্যাবে পরীক্ষা
|
নিয়মতান্ত্রিক উপায়ে নমুনা সংগ্রহ ও ল্যাবে প্রেরণ
|
নমুনা সীটে সংশ্লিষ্টদের স্বাক্ষরসহ যথাযথভাবে পূরণ, পরীক্ষার ফলাফল লিপিবদ্ধকরণ ও সুস্পষ্ট মতামত
|
বিনামূল্যে
|
ন্যূনতম যৌক্তিক সময়
|
সংগনিরোধ রোগতত্ত্ববিদ, পরিদর্শক ও ল্যাবরেটরী টেকনিশিয়ান |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস