উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র
দর্শনা, চুয়াডাঙ্গা
উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, দর্শনা, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের আওতায় পরিচালিত একটি প্রতিষ্ঠান। বিশ্ব বানিজ্য সংস্থা (WTO)-য় স্বাক্ষরকারী দেশ হিসাবে বাংলাদেশকে আন্তজার্তিক বানিজ্যে টিকে থাকতে WTO-SPS (Sanitary and Phytosanitary Measures) Agreement অনুযায়ী উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করা উদ্ভিদ সংগনিরোধ উইং এর জন্য বাধ্যতামূলক । বাংলাদেশের কৃষিকে রক্ষার জন্য উদ্ভিদ সংগনিরোধ উইং আমদানিকৃত উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য, উপকারী জীবাণু এবং প্যাকিং ম্যাটেরিয়াল এর সাথে পরিবাহিত হয়ে যাতে বিদেশী পোকামাকড় ও রোগবালাই দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও ঝুঁকিমুক্ত আমদানি নিশ্চিতকরন এবং আন্তজার্তিক বিধি-বিধান অনুসরন পূর্বক বিদেশে উদ্ভিদ ও উদ্ভিদজাত পন্য রপ্তানির মাধ্যমে রপ্তানি কার্যক্রম বৃদ্ধি ও গতিশীল করে আসছে। উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, দর্শনা আমদানিকৃত কৃষি পণ্যের সংগনিরোধ কার্যক্রম পরিচালনা করে থাকে। দর্শনা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র ‘বি’ ক্যাটাগরির। উদ্ভিদ সংনিরোধ আইন ২০১১ এবং উদ্ভিদ সংগনিরোধ বিধিমালা ২০১৮ বাস্তবায়নে উদ্ভিদ সংনিরোধ কেন্দ্র, দর্শনা কাজ করে। মূলত এই বন্দর দিয়ে কৃষি পণ্য আমদানি হয় যার আমদানি ছাড়পত্র প্রদান করে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। দর্শনা বন্দর দিয়ে চাল, ভুট্টা, পিঁয়াজ, গম, খৈল প্রভৃতি পণ্য রপ্তানি পণ্য আমদানি হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস